‘উত্তরবঙ্গের উন্নয়ন যারা দেখতে পাচ্ছেন না তাদের চোখে হারপিক দিতে হবে’- মন্ত্রী উদয়ন গুহ

শিলিগুড়ি, ২১ নভেম্বরঃ যারা উত্তরবঙ্গের উন্নয়ন দেখতে পারছেন না, তাদের চোখে রাতে শোয়ার সময় হারপিক দিতে হবে।শিলিগুড়িতে তৃণমূলের পদযাত্রায় যোগ দিতে এসে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।


বঙ্গভঙ্গের বিরুদ্ধে শিলিগুড়িতে একটি বিশাল পদযাত্রার আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস।পদযাত্রা শুরু হওয়ার আগে মাল্লাগুড়ির একটি হোটেলে সাংবাদিক বৈঠক করা হয়।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘কিছু মানুষের উত্তরবঙ্গের উন্নয়ন চোখে পড়ছে না।প্রথমে মনে হয়েছিল এইসব মানুষদের চোখের ছানির অপারেশন করা দরকার।তবে এখন মনে হচ্ছে উন্নয়ন যারা দেখতে পাচ্ছেন না সেইসব মানুষদের রাতে শোয়ার সময় হারপিক দিতে হবে।এরপরই তারা উন্নয়ন দেখতে পাবেন’।  

তিনি আরও বলেন, যখনই নির্বাচন আসে।তখনই বিজেপি কিছু মানুষকে হাতে নিয়ে আলাদা রাজ্য এবং কেন্দ্রীয়শাসিত অঞ্চলের দাবি তোলে।তবে তৃণমূল কংগ্রেস বঙ্গভঙ্গের বিরুদ্ধে।বাংলা ভাগ হবে না।আজকের মিছিল বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে।


এদিন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং জন বার্লাকেও একহাত নেন উদয়ন গুহ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *