উদ্দেশ্যে প্রণোদিতভাবে সিপিআইএম’র দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ- অভিযোগ জেলা বামফ্রন্টের

শিলিগুড়ি, ২০ ডিসেম্বরঃ শিলিগুড়িতে নার্সিংহোমে ভাঙচুরের ঘটনায় সিপিআইএম এর দুই নেতাকে গ্রেফতারের ঘটনায় ক্ষুব্ধ দার্জিলিং জেলা বামফ্রন্ট।ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিল জেলা বামফ্রন্ট।


ভক্তিনগর এলাকার ভুপেন্দ্রনগর এলাকায় এক যুবককে খুনের ঘটনায় এলাকার নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে স্থানীয়রা নার্সিংহোমে ভাঙচুর চালায় বলে অভিযোগ।ঘটনায় পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করে।তারা হলেন সুরেন্দ্র শর্মা ও বুলেট সিং।দুজনই সিপিআইএম এর সক্রিয় কর্মী।তবে এই দুজন নার্সিংহোমে ভাঙচুরের ঘটনায় জড়িত নয় বলে দাবি দার্জিলিং জেলা সমতলের সিপিএম সম্পাদক সমন পাঠক ও জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকারের।

মঙ্গলবার জেলা বামফ্রন্টের তরফে সাংবাদিক বৈঠক করা হয়।শুধুমাত্র উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।এরা দুজন নার্সিংহোম ভাঙচুর যারা করছিল তাদের বাঁধা দিচ্ছিল বলে দাবি বাম নেতাদের।


এদিন সমন পাঠক বলেন, এই দুজন সিপিএমের সক্রিয় কর্মী।এলাকায়  যাতে তারা কাজ করতে না পারে তাই শাসকদলের হয়ে এই কাজটা করেছে পুলিশ।কোনো রাজনৈতিক স্বার্থ না থাকলে শুধুমাত্র বেছে বেছে এই দুজনকেই গ্রেফতার করতো না পুলিশ।এর বিরুদ্ধে আন্দোলনে নামা হবে।

এদিকে মঙ্গলবার সকালেই সিপিএমের দুই নেতাকে গ্রেফতারের প্রতিবাদে ভক্তিনগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় সিপিআইএম নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *