খড়িবাড়ি, ৩০ এপ্রিলঃ জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাঁশ বোঝাই কনটেনার।ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির দুধগেট এলাকায়।
জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে বিহারের উদ্দেশ্যে যাওয়ার সময় বাঁশ বোঝাই কনটেনারটি একটি লরিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে চালক ও সহ চালককে উদ্ধার করে বাতাসী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি থানার পুলিশ।পরে ক্রেনের মাধ্যমে কনটেনারটিকে উদ্ধার করা হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
