বাড়ির ছাদে হাজার পাপড়ির পদ্ম ফোটালেন পুলক জোয়ারদার

শিলিগুড়ি, ৪ জুনঃ ফুলের প্রতি ভালোবাসা শৈশব থেকেই।আর সেই ভালোবাসা থেকেই এবার অসাধ্য সাধন করলেন শিলিগুড়ি বরদাকান্ত উচ্চবিদ্যালয়ের শিক্ষক পুলক জোয়ারদার।নিজের বাড়ির ছাদে থাকা আর্টিফিশিয়াল ডোবায় ফুটিয়েছেন হাজার পাপড়ির পদ্ম।হাজার পাপড়ির এই পদ্মের দেখা মেলে চীনের সাংঘাইতে।শুধু তাই নয় ফুল গাছের প্রতি ভালোবাসা থাকায় তার বাগানে গোলাপ,ডালিয়া সহ বিভিন্ন প্রজাতির ফুল ফুটিয়ে ছাদের শোভা বাড়িয়েছেন পুলকবাবু।


জানা গেছে, ULTIMATE THOUSAND PETAL অর্থাৎ হাজার পাপড়ির পদ্ম চীনের এই প্রসিদ্ধ ফুল যা ভারতের কেরালায় এক ফুল প্রেমী প্রথমবার ফুটিয়ে সার্থকতা পেয়েছিলেন।পরবর্তী সময়ে বহু ফুলপ্রেমী চেষ্টা করলেও সম্ভব হয়ে উঠেনি।বেশকয়েকবছর পর কলকাতার দু-তিনজন ফুল প্রেমী এই পদ্ম ফোটাতে সক্ষম হন।এই প্রজাতির পদ্মের মূল বিশেষত্ব হল ফুলের পাপড়ির সংখ্যা ৮০০ থেকে ১০০০।ফুলের গন্ধও খুব ভালো।পুলোকবাবুর দাবী, এর আগে উত্তরবঙ্গের কোনো ফুল প্রেমী এই প্রজাতির ফুল ফোটাতে পারেনি।

এদিন পুলোক জোয়ারদার বলেন, ULTIMATE THOUSAND PETAL  অনেকদিন ধরে চেষ্টা করতে করতে এর ফল পেলাম খুব আনন্দ হচ্ছে।ইচ্ছাশক্তি ও ধর্য্য ধরতে পারলেই সব কিছু জয় করা যায়।নতুন প্রজন্মকে বার্তা দিয়ে তিনি বলেন, নিজেদের মন মানসিকতা ভালো রাখার জন্য বাড়িতে কিংবা ছাদে গাছ লাগানো উচিত।গাছের পরিচর্যা করলে মন এবং শরীর দুটোই ভালো থাকবে।


                                                                                                                               অলোক দাসের রিপোর্ট, শিলিগুড়ি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *