সমস্যায় জর্জরিত ছিলেন, গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়িতে

জলপাইগুড়ি, ৪ জুলাইঃ জলপাইগুড়ি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের আশ্রমপাড়ায় এক মহিলার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃতার নাম রত্না ভৌমিক(৪৫)। পোস্টঅফিসে পোস্টমাস্টারের চাকরি করতেন ওই মহিলা তবে কয়েকবছর থেকেই তিনি সাসপেন্ড ছিলেন। জানা গিয়েছে আশ্রমপাড়ায় একটি ভাড়াবাড়িতে থাকতেন ওই মহিলা, স্বামীর সঙ্গে বহুদিন আগেই বিচ্ছেদ হয়ে গিয়েছিল তার। পারিবারিক, আর্থিক সমস্যায় জর্জরিত ছিলেন তিনি। আজ হঠাৎ তার এই অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে দানা বাঁধছে রহস্য।


মৃতার মেয়ে অন্বেষা ভৌমিক জানান, পাশাপাশি দুটি ঘরে থাকতেন অন্বেষা ও তার মা।দুপুরের খাবার নিয়ে আজ তাদের মধ্যে কথাও হয়। এরপর ভাত খাওয়ার জন্য মা কে ডাকতে গিয়ে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে। অন্বেষা আরও জানান, মায়ের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করা ছিলোনা তবে পাশের ঘরে থেকেও সে কোনো আওয়াজ শুনতে পায়নি। মা অনেকদিন থেকেই অনেক সমস্যার মধ্যে ছিল।

এই বিষয়ে কাউন্সিলর দীনেশ রাউত বলেন, কয়েক মাস মাস আগেই ওরা এখানে ভাড়া এসেছিল।শুনেছি পারিবারিক সমস্যা ছিল।পুলিশ তদন্ত শুরু করেছে।


ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় কোতোয়ালী থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *