উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবি তুলে সরব বিজেপি

শিলিগুড়ি,৭ জুনঃ মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝেই এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবি তুলে সরব গেরুয়া শিবির।মঙ্গলবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কে উপাচার্যের পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির কর্মী সমর্থকেরা।


বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, এসএসসি নিয়োগে দুর্নীতি কান্ডে রঞ্জিত বাগের নেতৃত্বাধীন তদন্তে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের নাম উঠে এসেছে। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের তালিকাতেও নাম রয়েছে উপাচার্যের। কিন্তু তারপরেও উপাচার্য বহাল তবিয়তে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কাজ করে চলেছেন৷পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগেও দূর্নীতি হয়েছে বলে অভিযোগ তোলেন শিলিগুড়ির বিধায়ক।এমনকি বিশ্ববিদ্যালয়ের সরকারি জমি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।এবার আদালতের মাধ্যমে উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানান তিনি।পাশাপাশি অবিলম্বে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর পদত্যাগের দাবি তোলেন বিধায়ক।  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *