UPSC-তে ৫০ র‍্যাঙ্ক শিলিগুড়ির অভিজিৎ এর

শিলিগুড়ি,৩১ মেঃ সর্বভারতীয় সার্ভিস পরীক্ষায়(UPSC)৫০ র‍্যাঙ্ক পেয়ে তাক লাগালেন শিলিগুড়ির অভিজিৎ রায়।শিলিগুড়ি পুরনিগমের ১৫ নম্বর ওয়ার্ডের দুধমোড় এলাকার বাসিন্দা অভিজিৎ।২০১০ সালে আইসিএসই-তে দার্জিলিং জেলায় প্রথম হন।এরপর দিল্লীতে পড়াশোনা।সেখান থেকে ২০১৬ সালে বেঙ্গালুরুতে একটি নামী সংস্থায় কাজে যোগ দেন অভিজিৎ।প্রায় তিনবছর কাজ করার পর সরকারি চাকরির প্রস্তুতি নিতে শুরু করেন।যদিও প্রথমেই সাফল্য আসেনি।সোমবার পরীক্ষার ফলাফল শুনে প্রথমে যেন বিশ্বাসই করতে পারছিলেন না অভিজিৎ।


ছেলের এই অভাবনীয় সাফল্যে খুশি বাবা ডাঃ মুকুল রায় এবং মা ডাঃ চন্দ্রা রায়।খুশির হাওয়া ছড়িয়েছে অভিজিৎ এর বন্ধুমহল,আত্মীয়স্বজন সহ এলাকাবাসীদের মধ্যে।মঙ্গলবার স্টুডেন্ট সোসাইটি অফ শিলিগুড়ির তরফে ফুলের তোড়া দিয়ে অভিজিৎকে সংবর্ধনা জানানো হয়।

অভিজিৎ বলেন, নিজেই প্রস্তুতি নিয়েছি।কোনরকম প্রশিক্ষণকেন্দ্রের সাহায্য নেইনি।পরবর্তী সময়ে সমাজের জন্য আমি ভালো কাজ করতে চাই।আগামীতে দেশ ও সমাজের জন্য ভালো কিছু করতে চাই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *