বৃহস্পতিবার কার্নিভাল, দুপুরের পর শহরের বেশকিছু ট্রাফিক রুটে পরিবর্তন

শিলিগুড়ি,২৫ অক্টোবরঃ আগামীকাল শিলিগুড়িতে পুজো কার্নিভাল।শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে।এই নিয়ে দ্বিতীয়বার শহরে পুজো কার্নিভাল হতে চলেছে।গতবছরের মতো এবছরও কার্নিভালের কারণে ট্রাফিক রুটে বেশকিছু পরিবর্তন এনেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।


বৃহস্পতিবার দুপুর থেকেই শিলিগুড়ির ভেনাস মোড় দিয়ে এয়ারভিউ মোড় যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হবে।শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং জরুরী পরিষেবার সঙ্গে জড়িত গাড়িগুলি ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবে।অন্যদিকে বর্ধমান রোড দিয়ে যাতায়াতকারী গাড়িগুলিকে ঝঙ্কারমোড় হয়ে চতুর্থ মহানন্দা ব্রিজ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।এয়ারভিউ মোড়ে ভিড় বাড়লে জংশন থেকে এয়ারভিউ মোড়ের দিকে আসা গাড়িগুলিকেও গুরুংবস্তি এবং মাল্লাগুড়ি ওভারব্রিজ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।যদিও ছোট গাড়ি,স্কুটি এবং বাইকগুলি গুরুংবস্তি হয়ে চার্চ রোড দিয়ে যাতায়াত করতে পারবে।তবে ভিড় এবং পরিস্থিতি দেখেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে ট্রাফিক পুলিশ।

আগামীকাল দার্জিলিং মোড় থেকে চম্পাসারি,ভক্তিনগর চেক পোষ্ট দিয়ে যাতায়াত করতে পারবেন শহরবাসীরা।অন্যদিকে বাগডোগরা থেকে আসা গাড়িগুলি মাটিগাড়া,ফাঁসিদেওয়া মোড় আন্ডারপাস থেকে মেডিকেল মোড়,নৌকাঘাট হয়ে যাতায়াত করতে পারবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *