চা শ্রমিকদের বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে ক্ষোভ উগরে দিল উত্তরবঙ্গ চা শ্রমিক সংগঠন

শিলিগুড়ি, ১২ মার্চঃ চা শ্রমিকদের বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে ক্ষোভ উগরে দিল উত্তরবঙ্গ চা শ্রমিক সংগঠন।


জানা গিয়েছে, সঠিক পারিশ্রমিক ও জমির পাট্টার দাবীতে উত্তরবঙ্গ চা শ্রমিক সংগঠনের উদ্যোগে আন্দোলনে সামিল হয় পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতি,ডুয়ার্স তরাই মহিলা ওয়েলফেয়ার সোসাইটি,ডুয়ার্স যুব সংগঠন।গত ৫ মার্চ কালচিনি থেকে তাদের পদযাত্রা শুরু হয়।আজ শিলিগুড়িতে এসে পৌঁছান।তাদের এই যাত্রাপথে ৬০টি বাগানের চা শ্রমিকদের সঙ্গে দেখা করেন তারা।

আজ শিলিগুড়িতে পৌঁছে সাংবাদিক বৈঠকে ক্ষোভ উগরে দেন উত্তরবঙ্গ চা শ্রমিক সংগঠনের সাধারন সম্পাদক শশী সুনার, সভাপতি ক্রিসচিয়ান খারিয়া।


সাধারন সম্পাদক শশী সুনার বলেন, দীর্ঘ এক শতাব্দি ধরে বিভিন্ন চা বাগানে চা শ্রমিকরা বসবাস করলেও মেলেনি জমির নিজস্ব অধিকার।জীবনধারনের  কোন কিছুই সঠিক নেই তাদের।সরকারি পরিষেবা নেই বললেই চলে।অধিকার রয়েছে শুধুমাত্র ভোট দেওয়ার।তারা নিজেদের ভোট মেশিন বলে আখ্যা দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *