ভূমিহীনদের ক্ষতিপূরণের দাবীতে উত্তরকন্যা অভিযান ঘিরে উত্তেজনা   

শিলিগুড়ি, ২৩ মেঃ পুনর্বাসন ও কর্মসংস্থানের দাবীতে উত্তরকন্যা অভিযান করল কাওয়াখালি-পোড়াঝাড় ভূমিরক্ষা কমিটি ও তিস্তা মহানন্দা প্রকল্প ভূমিরক্ষা কমিটি।


জানা গিয়েছে, এদিন বিশাল মিছিল করে উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা দেন বিক্ষোভকারীরা।তাদের এই অভিযানে সামিল হয় বিভিন্ন বাম সংগঠন সহ অন্যান্য রাজনৈতিকদলের নেতাকর্মীরা।এদিন মিছিলটি কাওয়াখালি থেকে শুরু হয়ে তিনবাত্তি মোড়ে পৌঁছোতেই মিছিল আটকে দেয় পুলিশ।শুরু হয় পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তি।ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরবর্তীতে ৭ জনের একটি প্রতিনিধিদলকে উত্তরকন্যায় স্মারকলিপি প্রদান করার অনুমতি দেওয়া হয়।

প্রসঙ্গত, কাওয়াখালি পোড়াঝাড় এলাকার ৩০২ একর জমি এবং তিস্তা মহানন্দা প্রকল্পের জন্য ৩৮১ একর জমি অধিগ্রহণ করে রাজ্য সরকার৷অভিযোগ, জমি অধিগ্রহণের সময় জমিদাতাদের একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও জমিদাতাদের পুনর্বাসন বা চাকরি দেয়নি রাজ্য সরকার।এই কারণে আন্দোলনে নামেন জমিহারারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *