ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্স কর্মীদের উত্তরকন্যা অভিযান, মিছিল আটকে দিল পুলিশ

শিলিগুড়ি, ৭ ফেব্রুয়ারিঃ স্থায়ীকরণ, ভাতা প্রদান সহ একাধিক দাবিতে আন্দোলনে সরব হল ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশন।


প্রাকৃতিক দুর্যোগ বা কোন বড়সড় বিপদ হলে প্রয়োজন হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মীদের।সেই কাজের ভিত্তিতে নামমাত্র পারিশ্রমিক পান তারা।অন্যান্য সময় বেকার হিসেবেই জীবন কাটাতে হয় সিভিল ডিফেন্সের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের।সেই কারনে শুধুমাত্র কাজের সময়ে নয়, এককালীন ভাতা দেওয়া হোক তাদের।তাদের এই দাবি নিয়ে নবান্ন সহ একাধিক দপ্তরে স্মারকলিপি পাঠানো হলেও কোন কাজ হয়নি।এই কারণে আজ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলনের সরব হল ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশন।

এদিন জলপাইমোড় থেকে বিক্ষোভ মিছিল করে উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা দেয় সংগঠনের সদস্যরা।তবে তিনবাত্তি মোড়ে বিশাল পুলিশ বাহিনী মিছিল আটকে দেয়।পরবর্তীতে রাস্তায় বসেই বিক্ষোভ দেখাতে থাকেন তারা।পরবর্তীতে পাঁচজনের প্রতিনিধি দল গিয়ে উত্তরকন্যায় আধিকারিকদের হাতে স্মারকলিপি তুলে দেয়।


এই বিষয়ে সংগঠনের রাজ্য সম্পাদক প্রসেনজিৎ বসাক  জানান, যেভাবে সিভিক ভলান্টিয়ারদের স্থায়ীভাবে মাসিক ভাতা দেওয়া হয়, সেই ভাবেই সিভিল ডিফেন্সের কর্মীদের ভাতা প্রদান করুক সরকার।তাদের দাবি  না মানা হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানান তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomcasibomjojobet girişHOLİGANBETjojobetCasibomcasibomholiganbet girişCasibomholiganbet girişcasibom girişCasibomjojobetcasibomcasibomcasibom girişCASİBOMholiganbet girişizmir escort bayanjojobet girişCasibom Girişcasibomcasibom güncel girişcasibom güncelcasibom girişCasibom