উত্তরবঙ্গ উৎসবের অঙ্গ হিসেবে হতে চলেছে ম্যারাথন প্রতিযোগিতা

শিলিগুড়ি,২২ জানুয়ারিঃ উত্তরবঙ্গ উৎসবের অঙ্গ হিসেবে বেশ কয়েকবছর ধরেই অগ্রনী সংঘের তরফে আয়োজিত হয়ে আসছে ম্যারাথন প্রতিযোগিতা। এবছরেও তার ব্যাতিক্রম নেই। ২৬ জানুয়ারি শিলিগুড়ির ভেনাস মোড় থেকে শুরু হতে চলেছে ম্যারাথন প্রতিযোগিতা। হাফ ম্যারাথন, মিনি ম্যারাথন এবং ড্রিম রান এই তিনটি বিভাগে এই দৌড় প্রতিযোগিতা হতে চলেছে।
বিগত বছর প্রায় ৪০০ প্রতিযোগি অংশগ্রহন করেছিলেন, এবছরেও তেমনটাই আশা করছেন বলে জানান অগ্রনী সংঘের ম্যারাথন কমিটির প্রেসিডেন্ট প্রসেনজিৎ রায়। হাফ ম্যারাথনে শুধু পুরুষ প্রতিযোগিরাই অংশগ্রহন করবেন তবে বাকি প্রতিযোগিতাগুলিতে পুরুষ ও মহিলা সকলেই অংশগ্রহন করবেন। হাফ ম্যারাথনে বিজয়ী প্রতিযোগিকে এক লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। এছাড়াও প্রথম ১০ জন বিজয়ী প্রতিযোগিকেও পুরস্কৃত করা হবে।
এছাড়াও পরিবেশভিত্তিক স্লোগান প্রতিযোগিতাও রয়েছে। সবচেয়ে ভালো স্লোগান যে প্রতিযোগি দেবে তাকেও নগদ অর্থে পুরস্কৃত করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *