শিলিগুড়ি,১২ মার্চঃ বাগডোগরার উত্তরায় দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামাকে সংবর্ধনা জানালেন তৃণমূল কর্মীরা।
দলীয় কর্মীদের সংবর্ধনায় উচ্ছ্বাসিত হয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা জানান, আমি আগে থেকেই সামাজিক কাজ করেছি তাই মানুষের সেবা করতে পারবো। প্রশাসনিক পদ থেকে এলেও বিজিপিএম ও তৃণমূল সঙ্গে থেকে মিলে প্রচার করব। সমতল ও পাহাড় আলাদা নয়, মিলে মিশে থেকে মানুষের উন্নয়নে কাজ করার বার্তা নিয়ে মানুষের কাছে যাব। জয়ের ব্যাপারে আশাবাদী।
অন্যদিকে জিটিএ প্রধান অনিত থাপা জানান, পাহাড়ে তৃণমূলের সঙ্গে জোট নিশ্চিত জয় হবে। প্রধানমন্ত্রী কিছুই বলেননি। পাহাড়ের দাবিদাওয়া নিয়ে কি হবে, কখন হবে তা বলেননি। আশ্বাস দিয়ে এক কাঠিও দেয়নি। বিজেপি থাকাকালীন পাহাড়ে অশান্তি হত, তৃণমূলের সঙ্গে থেকে পাহাড় এখন শান্ত। তৃণমূলের সঙ্গে পাহাড়ের উন্নয়ন হচ্ছে। এবার ১০০ শতাংশ জয় নিশ্চিত।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ, জিটিএ প্রধান অনিত থাপা, কালিম্পঙের বিধায়ক রুদেন লেপচা সহ অন্যান্যরা।