শিলিগুড়ি,১৯ এপ্রিলঃ করোনার জেরে দেশজুড়ে চলছে লকডাউন। এই অবস্থায় ভেজাল মদ তৈরি করে তা বোতল বন্দি করে নকল লেবেল লাগিয়ে চলছিল বিক্রি। খবর পেয়ে অভিযান চালিয়ে ১ জন গ্রেপ্তার করলো এনজেপি থানার পুলিশ। ধৃতের নাম বাচ্চু খান। সূর্যসেন কলোনি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। উদ্ধার হয় কয়েকশো লিটার ভেজাল মদ, কাচের বোতল ও নকল লেবেল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফুলবাড়িতে এই ভেজাল মদ তৈরি করা হতো। এই চক্রে সামিল বাকিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে এনজেপি থানার পুলিশ।