বিশেষভাবে সক্ষম-পান না সরকারি সাহায্য, ভিক্ষে করেই সংসার চালান ফুলবাড়ির রঘুনাথ রায়  

রাজগঞ্জ, ৫ অক্টোবরঃ বিশেষভাবে সক্ষম রাজগঞ্জের ফুলবাড়ির পূর্ব ধনতলার বাসিন্দা রঘুনাথ রায়।ট্রাই সাইকেল নিয়ে ভিক্ষে করে কোনোরকমে বেঁচে আছেন তিনি।মেলেনি কোনোরকম সরকারি সাহায্য।


জানা গিয়েছে,রঘুনাথ বাবুর স্ত্রী ছাড়াও এক নাবালক সন্তান রয়েছে।তিনি জানান, মাত্র সাত বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হওয়ায় দুই পা অচল হয়ে যায়।৭৫ শতাংশ প্রতিবন্ধী সার্টিফিকেটও রয়েছে।কিন্তু আজও প্রতিবন্ধী ভাতা জোটেনি।কয়েক বছর আগে একটি বেসরকারি সংস্থা থেকে ট্রাই সাইকেল নিয়ে ভিক্ষে করে কোনরকমে বেঁচে আছেন। ট্রাইসাইকেলটি প্রায় খারাপ হয়ে গিয়েছে।

স্থানীয় শিক্ষক উজ্জ্বল রহমান বলেন, বিশেষভাবে সক্ষম সার্টিফিকেট থাকা সত্ত্বেও সরকারি সাহায্য পাচ্ছেন না। লকডাউনের সময় আমরা সাধ্যমত সাহায্য করেছি।সরকারি বা বেসরকারি কোনো সংগঠন পাশে দাঁড়ালে পরিবারটি উপকৃত হত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *