শিলিগুড়ি, ৫ জুলাইঃ বাড়িভাষা ভিআইপি রোডে ট্রাকের সঙ্গে টোটোর সংঘর্ষে আহত ৪ জন।
জানা গিয়েছে, এদিন যাত্রী নিয়ে জাবরাভিটা থেকে ঠাকুরনগরের দিকে যাচ্ছিল একটি টোটো।সেইসময় একটি ট্রাক এসে টোটোটিকে ধাক্কা মারে।ঘটনায় রাস্তার মাঝে উল্টে যায় টোটোটি।দুমড়ে মুচড়ে যায় টোটোটি।ঘটনায় আহত হন ৪ জন।স্থানীয়রা তড়িঘড়ি গিয়ে আহতদের উদ্ধার করেন।
এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।খবর পেয়ে ছুটে আসে এনজেপি থানার পুলিশ ও ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি সাগর মহন্ত।পরবর্তীতে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ।
এই বিষয়ে ব্লক সভাপতি সাগর মহন্ত বলেন, এটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা।এই রাস্তা দিয়ে প্রচুর যান চলাচল করে।বিষয়টি আমরা এসজেডিএ’কে বিষয়টি জানিয়েছি।