বেহাল বাড়িভাষা ভিআইপি রোড, ফের পথ অবরোধ-বিক্ষোভে সামিল স্থানীয়রা

শিলিগুড়ি, ২১ নভেম্বরঃ ফের রাস্তা সংস্কারের দাবী।শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ২ অঞ্চলের অন্তর্গত বাড়িভাষা ভিআইপি রোড অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা।


দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বাড়িভাষা ভিআইপি রোড।সমস্যায় পড়ছেন পথ চলতি মানুষ থেকে শুরু করে গাড়ি চালক সহ স্থানীয়রা।প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।রাস্তা সংস্কারের দাবীতে একাধিকবার পথ অবরোধ করেছেন বাসিন্দারা।SJDA এর তরফে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন পর্যন্ত শুরু হয়নি রাস্তার কাজ।বর্তমানে রাস্তার ধূলোর জেরে অতিষ্ট স্থানীয় বাসিন্দারা।

এই কারণে মঙ্গলবার ফের পথ অবরোধে সামিল হন বাসিন্দারা।রাস্তার দু’ধারে বাঁশ বেঁধে বিক্ষোভ দেখানো হয়।খবর পেয়ে ছুটে আসে এনজেপি থানার পুলিশ।প্রায় দুঘণ্টা পথ অবরোধের পর পুলিশের হস্তক্ষেপে ও প্রতিশ্রুতি দেওয়ায় পথ অবরোধ তুলে নেন বাসিন্দারা।


অন্যদিকে এই বিষয়ে SJDA চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনরকম প্রতিক্রিয়া দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişJojobetjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomHoliganbet GirişMeritkingMarsbahis