শিলিগুড়ির বিবেকানন্দ মিনি মার্কেটকে ঢেলে সাজানোর উদ্যোগ পুরনিগমের, পরিদর্শনে মেয়র

শিলিগুড়ি, ১৩ নভেম্বরঃ মেয়র পদে দায়িত্ব নেওয়ার পর থেকেই শিলিগুড়ির সৌন্দর্যায়ন করতে তৎপর হয়েছেন মেয়র গৌতম দেব।ইতিমধ্যেই শহরের বেশকয়েকটি বাজার ও মার্কেট গুলোকে নতুন রূপে সাজিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে শিলিগুড়ি পুরনিগমের তরফে।


সেইমতো শিলিগুড়ির বিবেকানন্দ মিনি মার্কেটকেও ঢেলে সাজানোর উদ্যোগ নিল পুরনিগম।রবিবার পুরনিগমের ইঞ্জিনিয়ারও অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে মার্কেট পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব।

পরিদর্শন শেষে মেয়র জানান, মার্কেটটি অনেক খারাপ অবস্থায় রয়েছে।শৌচালয় থেকে শুরু করে ড্রেন সবকিছুরই খুব খারাপ অবস্থা।এখানে একটি সুন্দর কমলেক্স তৈরি করা হবে।তিনি আরও বলেন, বিবেকানন্দ মিনি মার্কেটের পাশেই রয়েছে দার্জিলিং জেলা সিপিআইএম-এর জেলা কার্যালয়। যারা রাস্তায় নেমে এত প্রতিবাদ করছেন তাদের নিজেদের কার্যালয়ের পেছনেই তৈরি হয়েছে মশার আতুর ঘর।তবে আগামীকালই তা পরিষ্কার করে দেওয়া হবে বলে জানান তিনি।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *