বাগডোগরা, ১৯ জুনঃ শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে তৃণমূল প্রার্থীদের সমর্থনে বাগডোগরায় শেষ রবিবাসরীয় প্রচার করলেন মন্ত্রী অরুপ বিশ্বাস।
এদিন জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ, মহকুমার প্রার্থী নলীনী রঞ্জন রায়কে সঙ্গে নিয়ে হুডখোলা গাড়িতে করে প্রচারে বের হন।প্রার্থীদের সমর্থনে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন মন্ত্রী।এদিন আপার বাগডোগরা থেকে নির্বাচনী মিছিল বের হয়ে গোঁসাইপুরে গিয়ে শেষ হয়।
এদিন মন্ত্রী অরুপ বিশ্বাস বলেন, সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে নিজেরাই সামিল হচ্ছে।এদিনের মিছিল মহামিছিলে পরিনত হয়েছে।সাধারণ মানুষের কাজ করার পর নির্বাচনে ফাস্ট হব আমরাই।