হেমতাবাদ,২২ এপ্রিলঃ এলাকায় নেই সেতু।বিভিন্ন জায়গায় বলেও লাভ হয়নি।তাই অবশেষে ভোট বয়কটের পথেই গেলেন হেমতাবাদ বিধানসভার শেরপুর লাইনপাড়ার বুথ নম্বর ১২৯/১২৯A , ১০৯৮ এর ভোটাররা।
রায়গঞ্জ শহর সংলগ্ন গ্রাম খলসি।শহরের পাশ দিয়ে বয়ে গেছে কুলিক নদী।এই কুলিক নদী খলসি, মেহেন্দিগ্রাম,শেরপুর,দক্ষিন শেরপুর, খোকসা সহ বেশ কয়েকটি গ্রাম থেকে বিচ্ছিন্ন করে রেখেছে।শুখা মরশুমে বাশের সাঁকো দিয়ে যাতয়াত করা গেলেও বর্ষার সময় নদীর জলস্ফিতি ঘটলেই এই এলাকার মানুষকে ঘুরপথে রায়গঞ্জ শহরে যেতে হয়।ভোট এলেই রাজনৈতিক দলের নেতারা এই সেতু তৈরীর প্রতিশ্রুতি দেয়।কিন্তু ভোট চলে যাবার পর সেতু তৈরীতে কেউ উদ্যোগ নেয় না বলেই অভিযোগ গ্রামবাসীদের।যে কারণে এবছর ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন গ্রামবাসিরা।তাদের দাবি, ‘সেতু দাও,ভোট নাও’।