হারের আক্ষেপ নেই,৬৫ বছরে এসেও ‘আমরা বাঙালি’র হয়ে ভোটে দাঁড়াতে ইচ্ছুক হরেন্দ্রনাথ রায়

রাজগঞ্জ, ২৫ ফেব্রুয়ারিঃ ৭ বার বিধানসভা নির্বাচনে হেরে গেলেও আশা ছাড়েননি রাজগঞ্জের ধারাগছ গ্রামের হরেন্দ্রনাথ রায়।৬৫ বছরের বৃদ্ধ হরেন বাবু এবারও ‘আমরা বাঙালি’ দলের হয়ে ভোটে দাঁড়াতে চান।ভোটে জিততে না পারলেও দলের আদর্শ ও নীতি মানুষের কাছে তুলে ধরতে এবারও ভোটে দাঁড়াতে ইচ্ছুক তিনি।


আজীবন আমরা বাঙালি দলের আদর্শে বিশ্বাসী হরেন বাবু বলেন, মানুষকে অনেক প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্রে বিজেপি সরকার এবং রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় এলেও কথা রাখেনি।বেকারত্ব বেড়েই চলেছে।কৃষি ভিত্তিক শিল্প নেই।শোষণের রাজত্ব চলছে।অনেক নেতা ও মন্ত্রী রাজনীতিকে ব্যবসা মনে করে দল বদল করছেন।

তিনি আরও বলেন, আমি জেতার আশা নিয়ে ভোটে দাঁড়াই না।ভোটে দাঁড়িয়ে মানুষের কাছে গিয়ে আমাদের আদর্শ ও নীতিগুলি জানাই।সুস্থ সমাজ, মুক্ত সমাজ গড়ে তুলতে হলে ভালো মানুষের দরকার।তাই ভালো মানুষকে ভোটে জয়ী করে বিধানসভায় পাঠানোর বার্তা দিতে চাই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *