ভ্রামরীদেবীর বাৎসরিক পুজো উপলক্ষে ৩ দিন ব্যাপি মেলা শুরু বোদাগঞ্জে

রাজগঞ্জ, ১৬ ফেব্রুয়ারিঃ ৫১ পিঠ ভ্রামরীদেবীর বাৎসরিক পুজো উপলক্ষে ৩ দিন ব্যাপি মেলা শুরু হল রাজগঞ্জের বোদাগঞ্জে।


মঙ্গলবার রাতে মাঘ মাসের মাঘী পূর্ণিমা তিথিতে ভ্রামরীদেবীর পুজো হয়।এরপরই শুরু হয়েছে ৩ দিন ব্যাপী মেলা।আজ মন্দির কমিটির তরফে প্রায় ৫০০ জন দুঃস্থ মহিলার হাতে বস্ত্র তুলে দেওয়া হয়েছে।

এই বিষয়ে মন্দির কমিটির সম্পাদক রনকান্তি রায় জানান, প্রতিবছর মাঘী পূর্ণিমায় ভ্রামরীদেবীর বাৎসরিক পুজো করা হয়।করোনা পরিস্থিতির জন্য গত দুবছর পুজো হলেও মেলা হয়নি।এবছর করোনার গ্রাফ কিছুটা কম থাকায় করোনাবিধি মেনে তিনদিন অর্থ্যাৎ ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত  মেলার আয়োজন করা হয়েছে।


কলকাতা থেকে আসা এক পুণ্যার্থী সুব্রত ব্যানার্জি জানান,ভ্রামরীদেবী মন্দিরের কথা অনেক শুনেছি।আজ স্বপরিবারে  মন্দিরে এসে পুজো দিলাম।খুব ভালো লাগছে জঙ্গলের ভিতরে খুব ভালো একটা মন্দির।আগামীতেও আসার চেষ্টা করবো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *