হোয়াটসঅ্যাপে এলো ডার্ক মুড, জেনে নিন কিভাবে পাবেন এর সুবিধা

হোয়াটসঅ্যাপে যুক্ত হল নতুন ফিচার। মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের পর এ বার হোয়াটসঅ্যাপে ডার্ক মোড চালু করল ফেসবুক। একটা ক্লিকেই এ বার পুরোপুরি রূপ বদলে যাবে আপনার হোয়াটসঅ্যাপে। এতদিন যেখানে কোনও হালকা রঙের ব্যাকগ্রাউন্ডের উপর বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলতেন আপনি, এ বার সেটাই হয়ে যাবে গাঢ় কালো।


তবে হোয়াটসঅ্যাপ ডার্ক মোড চালু করলেও, এখনই এই সুবিধা সমস্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর কাছে পৌঁছবে না। শুধুমাত্র হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনের ক্ষেত্রেই গ্রাহকেরা এই সুবিধা পাবেন। এ জন্য অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন ২.২০.১৩ ডাউনলোড করে তা সক্রিয় করতে হবে।

হোয়াটসঅ্যাপে ডার্ক মোড সক্রিয় করবেন কী ভাবে?


  • ফোনে ডার্ক মোড সেটিংসের জন্য আপনাকে প্রথমে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন ডাউনলোড করতে হবে।
  • তারপর হোয়াটসঅ্যাপ সেটিংসে যেতে হবে।
  • সেটিংসে চ্যাট অপশনে ক্লিক করুন। দেখবেন থিম বলে একটি অপশন দেখাবে ফোনে।
  • এই থিম থেকেই ডার্ক অপশন বেছে নিতে হবে।

এই পদ্ধতিতে ধাপে ধাপে এগোলেই ব্যবহারকারী ডার্ক মোডের সুবিধা পেয়ে যাবে তাঁর ফোনে। এই ক্ষেত্রে মেসেজের ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি কালো হবে আর মেসেজগুলো সবুজ বাবলের মধ্যে দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

deneme bonusuMARScasibomcasibom girişCasibom Bonuscasibomcasibom mobil girişhttps://www.cellerini.it/casibom girişcasibomcasibom güncelcasibom girişcasibom girişgirişcasibom girişcasibom girişcasibom girişcasibom