শিলিগুড়ি,৯ মেঃ প্রায় দুই সপ্তাহ জলকষ্টে ভুগতে হবে শিলিগুড়িবাসীদের। শহরবাসীদের কথা ভেবে হেল্পলাইন নম্বর চালু করল শিলিগুড়ি পুরনিগম।
বৃহস্পতিবার শিলিগুড়ি পুরনিগমে সাংবাদিক বৈঠক করেন মেয়র গৌতম দেব। তিনি জানান, শুক্রবার থেকে তিস্তা নদীর বাঁধ ও নদী থেকে পলি সংস্কারের কাজ শুরু হতে চলেছে। যার ফলে কাজ চলাকালীন তিস্তা নদী থেকে পানীয় জল সরবরাহ করা সম্ভব হবে না। এই কাজ শেষ হতে প্রায় ১৫ দিন সময় লাগবে।
শুধুমাত্র মহানন্দা নদী থেকে জল উত্তোলন করে শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে পাঠাবে পুরনিগম। স্বাভাবিকভাবেই জলের সরবরাহ কম থাকায় শহরজুড়ে জলের অভাব দেখা যাবে।
এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য ২১ টি জলের ট্যাঙ্ক বিভিন্ন ওয়ার্ডে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ১ লক্ষ জলের পাউচ আনা হয়েছে যা ৩০০০ করে প্রতি বরোকে দেওয়া হবে। প্রয়োজন অনুসারে বরো কর্মীরা তা এলাকায় ভাগ করবে। জরুরী ভিত্তিতে হেল্পলাইন নম্বরও চালু করেছে পুরনিগম। হেল্পলাইন নম্বরটি হল 7557035194.
Good job