শিলিগুড়িতে এটিএম জালিয়াতি কাণ্ডের দুই পাণ্ডা গ্রেফতার! সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য

শিলিগুড়ি,২৩ জানুয়ারিঃ শিলিগুড়িতে অভিযান চালিয়ে বড় দুই সাইবার অপরাধীকে ধরল এসটিএফ(স্পেশাল টাস্ক ফোর্স)।ওই দুই অপরাধীকে এনজেপি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হবে।ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হচ্ছে।ধৃতদের নাম সোনু কুমার,সে হরিয়ানার বাসিন্দা এবং অপরজন সঞ্জয়,সে দিল্লীর বাসিন্দা বলে জানা গিয়েছে।


ধৃতদের কাছ থেকে ৫২টি এটিএম কার্ড এবং একটি চারচাকা গাড়ি সহ বেশকিছু মোবাইল ও প্রায় একলক্ষ টাকা নগদ পাওয়া গিয়েছে।পুলিশ সূত্রে খবর,ধৃতরা বহুদিন ধরেই বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করে তাদের থেকে এটিএম কার্ড অথবা এটিএম কার্ডের নম্বর নিয়ে নিত।তারপর সেখান থেকে তারা লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিত।দেশের বিভিন্ন জায়গায় ও বিভিন্ন রাজ্যে তাদের এই প্রতারণা চক্র সক্রিয় ছিল।বিষয়টি নজরে আসতেই পুলিশ প্রশাসন নড়েচড়ে বসেছে।এই চক্রে কারা-কারা জড়িত সেই বিষয়ে তদন্ত চলছে।ধৃতদের আজ পুলিশি হেপাজতে নেওয়ার আবেদন জানানো হবে।এই ঘটনায় আরও যারা জড়িত রয়েছে তাদের সন্ধানে তল্লাশি চলবে বলেই জানা গিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *