রাজগঞ্জ, ১ মেঃ আইএসসি পরীক্ষায় নজরকাড়া সাফল্য বেলাকোবার যমজ দুই ভাইয়ের। রাজগঞ্জ ব্লকের বেলাকোবার বাবুপাড়ার বাসিন্দা যমজ দুই ভাই সায়নজিৎ দে ও তুশানজিৎ দে। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় নজরকাড়া সাফল্য অর্জন করেছে দুই ভাই।
জলপাইগুড়ির হোলি চাইল্ড স্কুলের ছাত্র সায়নজিৎ ৯৮ শতাংশ ও তুশানজিৎ ৯৭.৭৫ শতাংশ নম্বর পেয়েছে। তাদের এই কৃতিত্বে খুশি মা রুপালি দে সরকার, বাবা প্রসেনজিৎ দে।
ছোটবেলা থেকেই দুই ভাই অত্যন্ত পরিশ্রমী এবং প্রতিভাবান। শুধু পড়াশোনা নয়, দুই ভাইয়ের ঝোঁক আছে গানের প্রতিও। তারা জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো তে অংশগ্রহণ করে প্রশংসা কুড়িয়েছিল। সাফল্যের এই ধারা বজায় রেখে ভবিষ্যতে তারা আরও বড় কিছু করবে বলেই আশাবাদী পরিবার।