ফুলবাড়ি, ১৪ সেপ্টেম্বরঃ নাতনির বিয়ের জন্য অল্প অল্প করে জমাচ্ছিলেন টাকা। সেই টাকা চুরি করে নিয়ে পালালো চোর।ফুলবাড়ির পশ্চিম ধনতলা এলাকার ঘটনা।
ফুলবাড়ির ২নং গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলার বাসিন্দা মনি রায়। ফুলবাড়ি বাইপাশে ছোট্ট একটি চায়ের দোকান করে সংসার চালান মনি দেবী। তার পরিবারে ছেলে সহ নাতি ও নাতনি রয়েছে। প্রতিদিন চায়ের দোকান করে যা উপার্জন হয় তার থেকে কিছু টাকা তার নাতনির বিয়ের জন্য জমাচ্ছিলেন তিনি। প্রায় ২১ হাজার টাকার মতো জমিয়েছিলেন। সেই টাকাই চুরি করে পালালো চোর।
মনি রায় জানান, প্রতিদিনের মতোই দোকান করে রাতে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরের বেড়া ভাঙ্গা অবস্থায় রয়েছে। ঘরের ভিতরে থাকা ট্রাঙ্কে অনেক কষ্ট করে নাতনির বিয়ের জন্য টাকা জমাচ্ছিলাম। প্রায় ২১ হাজার টাকার মতো টাকা ছিলো সেই টাকা গুলো ট্রাঙ্ক ভেঙে চুরি করে নিয়ে গিয়েছে। বিষয়টি নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে জানানো হয়েছে।