শিলিগুড়ি,২৫ মেঃ বিশেষভাবে সক্ষম তিনি। যেকারণে টিকিট কেটে প্রতিবন্ধী কামরায় উঠেছিলেন। কিন্তু সেখানে মেলেনি বসার জায়গা। কলকাতা থেকে ট্রেনে শিলিগুড়ি আসতে চরম হয়রানির শিকার হলেন শিলিগুড়ি হাকিমপাড়ার বাসিন্দা অরুনাভ পাল চৌধুরী।
শুক্রবার রাতে শিয়ালদা-হলদিবাড়িগামী দার্জিলিং মেলে ওঠেন তিনি। অভিযোগ কিছু ব্যক্তি নিজেদের জিআরপি পুলিশের পরিচয় দিয়ে ট্রেনে সফর করছিলেন। এরপর রাত হতেই ট্রেনের কামরার ভেতরে বসে মদের আসর। সেখানে বাধা দিতে গেলে অরুনাভ পাল চৌধুরীকে ট্রেন থেকে ফেলে দেওয়ার হুশিয়ারি দেন তারা। এমনকি তার বসার সিট দখল করে নীচে বসিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তার সঙ্গে থাকা জিনিসপত্র বিভিন্ন জায়গায় ছুঁড়ে ফেলা দেওয়া হয়।
শনিবার সকালে ট্রেন নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে পৌঁছায়। কোচ থেকে কিছু ব্যক্তিকে নামতে দেখা যায়। তাদের জিজ্ঞাসাবাদ করতে গেলে ক্যামেরা পর্যন্ত কেড়ে নেওয়া হয়। পাশাপাশি হুশিয়ারি দেওয়া হয়। কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। আবার কেউ জানান, আমাদের কাছে জেনারেল টিকিট আছে। পেছনে ভিড় থাকায় আমরা ওই কোচে উঠে পড়েছিলাম। নিজেদের পরিচয় না দিয়ে মুখ লুকিয়ে পালিয়ে যেতে দেখা যায়। অন্যদিকে, অরুনাভ পাল চৌধুরী বিষয়টি আরপিএফ এবং জিআরপি আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ করতে যান। কিন্তু সেই অভিযোগ নেওয়া হয়নি। এই ঘটনায় নিন্দা জানান ট্রেনে সফর করা অন্যান্য যাত্রীরা। প্রশ্ন উঠেছে যাত্রীদের নিরাপত্তা নিয়ে।
এদিন অরুনাভ পাল চৌধুরী বলেন, আমাদের প্রতিবন্ধী কামরায় অনেকেই বিনা টিকিটে উঠেছিল। আমাকে ট্রেন থেকে ফেলে দেওয়ারও হুমকি দেয়। এমনকি বসতে দেওয়া হয়নি।