আগামীকাল বাঙালির ঘরে-ঘরে লক্ষ্মীপুজো, বাজার সারতে এসে গলদঘর্ম অবস্থা মধ্যবিত্ত বাঙালির

শিলিগুড়ি,২৭ অক্টোবরঃ রাত পোহালেই কোজাগরী লক্ষ্মী পুজো।পুজোর বাজার সারতে ইতিমধ্যেই শিলিগুড়ির বিভিন্ন বাজারে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ।তবে মা লক্ষ্মীর আরাধনা করতে গিয়ে গলদঘর্ম অবস্থা মধ্যবিত্ত বাঙালির।পুজোর বাজারে জিনিষপত্রের দাম আকাশছোঁয়া বলেই জানাচ্ছেন সাধারণ মানুষ।


ফল,ফুল-সবজি থেকে দশকর্মা,প্রতিমা সবকিছুরই দাম বেড়েছে বলে দাবি পুজোর বাজার করতে আসা মানুষদের।বর্তমানে নাড়ু-মোয়া থেকে শুরু করে পুজোর কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী বাজারে রেডিমেড কিনতে পাওয়া যায়।বহু পরিবারের লোকজনই বিভিন্ন অসুবিধা থাকায় এখন সবকিছুই সেইসব জিনিস বাজার থেকে কিনে নিয়ে যান।সেই সামগ্রীগুলির দামও গতবছরের তুলনায় এবছর অনেকটাই বেড়েছে বলে জানান পুজোর বাজার সারতে আসা গৃহবধূরা।তবে দাম যতই চড়া হোক পুজো উপলক্ষে জিনিসপত্র কিনতেই হবে বলে জানিয়েছেন তারা।

অন্যদিকে আমজনতার দাবি মানতে নারাজ ব্যবসায়ীরা।এক ব্যবসায়ী জানান,তার কাছে নারকেলের নাড়ু,তিলের নাড়ু প্রতি প্যাকেট ২০ টাকা থেকে শুরু।মোয়ার দাম এবছর কিছুটা বেড়েছে।মানুষ কিনছেন সবকিছুই।


এদিকে মায়ের ছাঁচের প্রতিমার দাম শুরু হয়েছে ৬০ টাকা থেকে।বিভিন্ন দামের প্রতিমা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *