শিলিগুড়ি, ২২ ডিসেম্বরঃ ফুলবাড়িকে দূষণমুক্ত করতে স্বার্থক হয়েছে শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থা অপ্টোপিক।তাদের বিভিন্ন প্রয়াসে দূষণমুক্ত শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ব্যারেজ।স্বচ্ছন্দে চলাফেরা করছে দূর দূরান্ত থেকে আসা পরিযায়ী পাখিরা।এবার তাদের লক্ষ্য ‘ইয়োলো ব্রেস্টেড বান্টিং’ পাখিকে রক্ষা করা।বাংলায় এই পাখির নাম ‘হলুদবুক বাঘেরি’।তবে তার জন্য প্রয়োজন সচেতনতা।
আর সেই সচেতনতা গড়ে তুলতেই মঙ্গলবার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে ফুলবাড়িতে আলোচনা সভার আয়োজন করে অপ্টোপিক।সংস্থার কর্ণধার দীপজ্যোতি চক্রবর্তীর উদ্যোগে এই সভায় পুলিশ প্রশাসন থেকে শুরু করে বনদপ্তর,সেচদপ্তর,স্থানীয় জননেতা সহ প্রায় অনেকেই উপস্থিত ছিলেন।
চড়ুই প্রজাতির এই ‘ইয়েলো ব্রেস্টেড বান্টিং’ পাখিটি বর্তমানে বিলুপ্তির পথে।এই পাখির সংখ্যা সারা বিশ্বে মাত্র দুই থেকে আড়াই হাজার।শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালিতেও এই প্রজাতির পাখি দেখা গিয়েছে।এরপর থেকেই পৃথিবীতে এদের অস্তিত্ব রক্ষার্থে তোরজোড় শুরু করেছে শিলিগুড়ির এই স্বেচ্ছাসেবী সংস্থা।
সংস্থার কর্ণধার তথা সভাপতি দীপজ্যোতি চক্রবর্তী জানান,মূলত কৃষি জমির ঝোপঝারেই এই পাখিগুলো খাবারের খোঁজে আসে।তবে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সেগুলোকেও কেটে ফেলছে মানুষ।তাই ঝোপঝাড় বাঁচিয়ে এদের রক্ষা করতে হবে।তার জন্য প্রয়োজন মানুষকে সচেতন করা।আর সেই লক্ষ্যেই তাদের সংস্থা অপ্টোপিক লাগাতার কাজ করে চলবে বলে জানান তিনি।