ভোটের আগে শিলিগুড়িতে উদ্ধার কয়েক কোটি টাকার সোনা ও নগদ টাকা, গ্রেফতার ৩

শিলিগুড়ি,১১ এপ্রিলঃ লোকসভা ভোটের আগে ডিআরআই এর অভিযানে শিলিগুড়িতে উদ্ধার কোটি টাকার সোনা ও নগদ টাকা।ঘটনায় গ্রেফতার তিন।ধৃতরা হল বিধুভূষণ রায়(৫৮),দিনেশ পারিক(৪৫) ও মনোজ কুমার সিনহা(৪৪)।এদের মধ্যে বিধুভূষণ রায় কোচবিহার এবং দিনেশ পারিক ও মনোজ কুমার সিনহা বিহারের কিশানগঞ্জের বাসিন্দা।


ডিআরআই সূত্রে খবর, বুধবার কোমরের বেল্টে সোনা লুকিয়ে কোচবিহার হয়ে শিলিগুড়ি আসে বিধুভূষণ।শিলিগুড়িতে সোনা হাতবদল হওয়ার কথা ছিল।কিন্তু তার আগেই বিষয়টি জানতে পারে ডিআরআই।এরপরই অভিযান চালিয়ে

বিধুভূষণকে আটক করে তল্লাশি চালানো হয়।তার কাছ থেকে উদ্ধার হয় ১২টি সোনার বিস্কুট।ঘটনায় বিধুভূষণকে গ্রেফতার করা হয়।তাকে জিজ্ঞাসাবাদ করতেই আরও দুজনের নাম জানতে পারেন ডিআরআই এর আধিকারিকেরা।ফের শুরু হয় অভিযান।জলপাইমোড় থেকে গ্রেফতার করা হয় দিনেশ পারিক ও মনোজ কুমার সিনহাকে।তাদের কাছ থেকে নগদ ৮২ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার হয়।


প্রাথমিক ভাবে তদন্তকারী আধিকারিকেরা জানতে পারেন,ওই বিপুল পরিমাণ টাকার বদলে সোনা হাত বদলের ছক কষা হয়েছিল।গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে ডিআরআই।এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।ধৃতদের শুক্রবার আদালতে পেশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *