শিলিগুড়ি, ৯ ডিসেম্বরঃ ‘নিজ গৃহ, নিজ ভূমি’ প্রকল্পের আয়তায় শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডের ৯৯টি পরিবারকে সরকারিভাবে স্থায়ীরুপে বসবাসের জন্য জমির পাট্টা প্রদান করা হবে।সেই লক্ষ্যেই শুক্রবার বাঘাযতীন পার্কে মেয়র গৌতম দেবের উপস্থিতিতে পাট্টা প্রদানের প্রক্রিয়া শুরু হল।এই ৯৯টি পরিবারকে ১ টাকার বিনিময়ে জমির লিজ অর্থাৎ পাট্টা প্রদান করা হবে।পাশাপাশি আরও ২৯ জনকে জমির লিজ প্রদান করা হবে।যার প্রক্রিয়াও শুরু হয়েছে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মন সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা।
এই বিষয়ে মেয়র গৌতম দেব বলেন, ১ টাকার বিনিময়ে নিজ গৃহ, নিজ ভূমি প্রকল্পের আয়তায় ৯৯টি পরিবার লিজ পাবেন।এর কাজে শেষ পর্যায়ে রয়েছে।ডিসেম্বর মাসের মধ্যেই লিজ তুলে দেওয়া হবে।এছাড়া আরও ২৯টি পরিবার সরকারি মূল্যে স্থায়ীভাবে জমির লিজ পাবেন।