শহরকে জঞ্জাল মুক্ত করতে উদ্যোগী পুরনিগম, ১০টি ট্রেলারের উদ্বোধন

শিলিগুড়ি, ২৪ ডিসেম্বরঃ জঞ্জাল মুক্ত শহর গড়তে তৎপর শিলিগুড়ির বর্তমান পুর প্রশাসক মন্ডলী।শহরের পরিষেবা সুষ্ঠ ও স্বাভাবিক রাখতে শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে আজ ১০টি ট্রাক্টর যুক্ত ট্রেলারের উদ্বোধন করা হল।


জানা গিয়েছে, আপাতত ৪টি ট্রেলার জঞ্জাল বহন করার জন্য ব্যবহার করা হবে।পরবর্তীতে আগামী দু-সপ্তাহের মধ্যে আরও ৬টি ট্রেলার শহরের জঞ্জাল বহনের কাজে নিজুক্ত হবে।শুক্রবার বাঘাযতীন পার্কে  সবুজ পতাকা দেখিয়ে এই ট্রেলারের  উদ্বোধন করেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব, প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার, অলোক চক্রবর্তী সহ অন্যান্যরা।

এদিন গৌতম দেব বলেন, ১০টি ট্রেলারের মধ্য ৫ টি ট্রেলার বরো অফিস গুলিতে দেওয়া হবে।বাকি ৫টি পুরনিগম নিজে ব্যবহার করবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *