করোনা চিকিৎসায় ভারতকে ১০০ কোটি দিবে বিশ্ব ব্যাংক

বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের সঙ্গে  লড়ছে বিশ্ব।করোনার কোপে দিশাহারা আমেরিকা, ইটালি, স্পেন, ব্রিটেনের মতো বিশ্বের শক্তিধর দেশগুলি।ভারতের অবস্থা এখনও অন্যান্য দেশগুলির তুলনায় স্থিতিশীল হলেও চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থের।এমতাবস্থায় ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বিশ্ব ব্যাংক।COVID-19 আক্রান্তদের চিকিৎসার সরঞ্জাম কেনার জন্য ১০০ কোটি টাকা দিবে বিশ্ব ব্যাংক।


বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস।ভারত ছাড়াও উন্নয়নশীল আরও ২৪টি দেশ এই সহায়তা পাবে।বিশ্ব ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টররা জানিয়েছেন, বিশ্ব ব্যাংক আগামী ১৫ মাসে ধাপে ধাপে ১৬ হাজার কোটি টাকা করোনা ভাইরাস মহামারির সঙ্গে লড়াই করার জন্য খরচ করবে।

প্রসঙ্গত,বৃহস্পতিবার ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৩০০ ছাড়িয়েছে।অন্যদিকে এই মারণ ভাইরাসের শিকার হয়ে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৬ জন।এর মধ্যেও স্বস্তির কথা হল, এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ১৫৫ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *