রাজবংশী ক্ষত্রিয় জাতির ১১০তম উপনয়ন দিবস পালন

রাজগঞ্জ, ১০ ফেব্রুয়ারিঃ রাজবংশী ক্ষত্রিয় জাতির ১১০ তম উপনয়ন দিবস পালনের মাধ্যমে আন্তর্জাতিক রাজবংশী ক্ষত্রিয় মিলন দিবস এবং কুলগুরু কুলশিষ্য সম্মেলন অনুষ্ঠিত হল রাজগঞ্জে।


কুলগুরু কুলশিষ্য ও ভক্ত সমাজ সেবা প্রতিষ্ঠানের জলপাইগুড়ি জেলা কমিটির ব্যবস্থাপনায় আমবাড়ি এলাকার মেহেন্দিগছে করতোয়া নদীর পাড়ে এই উৎসবের আয়োজন করা হয়।বৃহস্পতিবার বিভিন্ন পূজা অর্চনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও বাংলাদেশ ও নেপাল থেকে বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।

কুলগুরু কুলশিষ্য ও ভক্ত সমাজ সেবা প্রতিষ্ঠানের জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি করুণাকান্ত অধিকারী বলেন, প্রথম পর্বে শিব পুজো, গঙ্গা পুজো, শক্তি সঞ্চারিণী পুজো ও রাধাগোবিন্দ পুজো করা হয়।দ্বিতীয় পর্বে সংগঠনের পতাকা উত্তোলন এবং ঠাকুর পঞ্চানন বর্মার প্রতিকৃতিতে মাল্যদান করে মূল অনুষ্ঠান শুরু করা হয়।এদিন দুই শতাধিক কিশোর ও যুবক উপনয়নের মাধ্যমে ক্ষত্রিয় হন।এরপর রাজবংশী সমাজে উপনয়নের প্রয়োজনীয়তা এবং  ঠাকুর পঞ্চাননের উপরে আলোচনা সভা হয়।বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এই আলোচনায় অংশ নেন।


এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, মাঝিয়ালি প্রধান খুকুমণি রায়, সংগঠনের উপদেষ্টা হরদেব অধিকারী সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *