শিলিগুড়ি, ২৬ নভেম্বরঃ ১৩ দফা দাবীতে সারা দেশের পাশাপাশি শিলিগুড়িতেও বিক্ষোভ মিছিল করলো কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও কেন্দ্রীয় কৃষক, ক্ষেতমজুর সমূহ।
এদিন কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে বেরিয়ে শিলিগুড়ির হিলকার্ট রোড পরিক্রমা করে মহাত্মা গান্ধী মোড়ে এসে শেষ হয়।
এদিনের মিছিলের মধ্য দিয়ে মূলত কেন্দ্রীয় সরকারের শ্রমকোড বাতিল, কৃষকদের ফসলের লাভজনক দাম দেওয়া, ক্ষেতমজুরদের মজুরি বৃদ্ধি করা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও বাসস্থান করে দেওয়া সহ বেশকিছু দাবি জানানো হয়।পরে শিলিগুড়ি মহকুমা পরিষদে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।