শিলিগুড়ি, ১৬ নভেম্বরঃ আগামী ১৯ নভেম্বর বাঘাযতীন পার্কে এক বিশাল জনসভার ডাক দিয়েছে সিপিআইএম।এই নিয়ে বুধবার হিলকার্ট রোডে সিপিআইএম এর দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করা হল।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকার, বাম নেতা অশোক ভট্টাচার্য, সিপিআইএম এর জেলা সম্পাদক সমন পাঠক, মুন্সী নুরুল ইসলাম এবং শরদিন্দু চক্রবর্তী।
এদিন অশোক ভট্টাচার্য জানান, ১৯ নভেম্বরের জনসভায় মূল বক্তা হিসেবে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মহঃ সেলিম ও যুব নেত্রী মিনাক্ষী মুখার্জি উপস্থিত থাকবেন।গোটা রাজ্যের পাশাপাশি শান্ত শিলিগুড়িকে যারা অশান্ত করার চেষ্টা করছে, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোই আমাদের জনসভার মুল উদ্দেশ্য।