শিলিগুড়িতে দুই দিবসীয় পর্যটন মেলার আয়োজন

শিলিগুড়ি, ১৬ ডিসেম্বরঃ আগামী ১৭ এবং ১৮ ডিসেম্বর শিলিগুড়িতে আয়জিত হচ্ছে জাতীয় স্তরের পর্যটন মেলা।শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সংস্থার সদস্যরা।মাটিগাড়ার একটি বেসরকারি শপিং মলে এই মেলার আয়োজন করা হয়েছে।


এদিন অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম এর আহ্বায়ক রাজ বসু বলেন,আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর মেলার আয়োজন করা হয়েছে।এইবারের পর্যটন মেলায় পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর আয়োজক হিসেবে থাকছে।দুদিনের পর্যটন মেলায় পর্যটকদের পাশাপাশি বিভিন্ন পর্যটন সংস্থার সদস্যরা উত্তরের পর্যটন শিল্পের পাশাপাশি বিভিন্ন রাজ্যের পর্যটন শিল্পকে তুলে ধরবেন।পাশাপাশি পর্যটকরা তাদের ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সরাসরি জানতে পারবেন।শুধু তাই নয় থাকবে বুকিংয়ের ব্যবস্থাও।

এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ব্লু আই ইন্ডিয়ার প্রজেক্ট ডিরেক্টর সুব্রত ভৌমিক, হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল, ইস্টার্ন হিমালয়া ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি সন্দীপন ঘোষ,অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম এর আহ্বায়ক রাজ বসু সহ অন্যান্যরা।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomCasibomcasibom girişCASİBOMCasibomholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom girişcasibom girişcasibom girişCasibom Girişcasibomcasibomcasibom 780