৪ গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য ২০ কোটির বাজেট তৈরি  

রাজগঞ্জ, ৬ জুলাইঃ গজলডোবা লাগোয়া ৪টি গ্রাম পঞ্চায়েতে উন্নয়নমূলক কাজ করার জন্য ২০ কোটি টাকার বাজেট তৈরি করল গজলডোবা ডেভেলপমেন্ট অথরিটি। জানা গিয়েছে, সোমবার গজলডোবায় হাওয়া মহলে গজলডোবা ডেভেলপমেন্ট অথরিটির দ্বিতীয় বৈঠক হয়।


বৈঠক শেষে ভাইস চেয়ারম্যান খগেশ্বর রায় বলেন, মুখ্যমন্ত্রীর নির্দ্দেশে গজলডোবা ডেভেলপমেন্ট অথরিটি গঠন করা হয়েছে।অথরিটির মধ্যে রাজগঞ্জ ব্লকের মান্তাদারি, শিকারপুর এবং মালবাজার ব্লকের ওদলাবাড়ি ও বাগরাকোট গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে।

এই সমস্ত এলাকার উন্নয়নমূলক কাজ করার জন্য প্রথম পর্যায়ে ২০ কোটি টাকার বাজেট তৈরি করা হয়েছে। ওই চারটি গ্রাম পঞ্চায়েত এলাকায় পাকা রাস্তা, সেতু, পানীয় জলের ব্যবস্থা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা তৈরি করে রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। অর্থ পেয়ে গেলেই কাজ শুরু করা হবে।


এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন অথরিটির চেয়ারম্যান জেলা শাসক অভিষেক তিওয়ারি, ডিএলএলআরও রঞ্জন চক্রবর্তী, মালবাজারের মহকুমা শাসক শান্তনু বালা, বিডিও বিমানচন্দ্র দাস, রাজগঞ্জের বিডিও এন সি শেরপা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও বাস্তুকাররা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *