শিলিগুড়ি, ১২ ফেব্রুয়ারিঃ ভোটদানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডের জগদীশচন্দ্র বিদ্যাপীঠ ভোটদান কেন্দ্রে।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ এবং নির্দল প্রার্থী বিকাশ সরকার ভোটকেন্দ্রের ভেতরে ঢুকে ভোটারদের প্রভাবিত করছেন।সেই নিয়েই উত্তেজনার সূত্রপাত হয়।
এদিকে বিজেপি, নির্দল প্রার্থী বিকাশ সরকার বাম প্রার্থী ইন্দ্রজিৎ চন্দ তারা পাল্টা অভিযোগ করেন, তৃণমূল কর্মী সমর্থকেরা ভেতরে প্রবেশ করে ভোটারদের প্রভাবিত করছেন।তারা লাইন ঠিক করাচ্ছেন।তারা বলেন, যারা প্রার্থী রয়েছেন তারা থাকতেই পারেন কিন্তু যারা সাধারণ কর্মী সমর্থক তারা কিভাবে ভেতরে ঢুকে এই কাজ করছেন তা নিয়ে প্রশ্ন তোলেন তারা।
যদিও পরে শিলিগুড়ি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।পুলিশের হস্তক্ষেপে ফের স্বাভাবিকভাবে ভোটদান প্রক্রিয়া শুরু হয়।