২৪ নম্বর ওয়ার্ডে নেতাজীর জন্মজয়ন্তী পালন, শ্রদ্ধা জ্ঞাপন করলেন সাংসদ, বিধায়ক    

শিলিগুড়ি, ২৩ জানুয়ারিঃ শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডে নেতাজীর জন্মজয়ন্তী পালন করা হল।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্ত, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, বিধায়ক শিখা চ্যাটার্জি সহ অন্যান্যরা।


এদিন পতাকা উত্তোলন ও নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন সাংসদ।

এদিন সাংসদ বলেন, ভারত স্বাধীন হওয়ার এতদিন পরও নেতাজীর যে সম্মান পাওয়া উচিত ছিল তা এখনও পাননি।তবে এতদিন ২৬শে জানুয়ারির কর্মসুচি ২৪শে জানুয়ারি থেকে শুরু হলেও এবছর ২৩শে জানুয়ারী নেতাজী সুভাষ চন্দ্র বোসের ১২৫ তম জন্মজয়ন্তী থেকে শুরু করেছেন প্রধানমন্ত্রী।নেতাজীকে শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই দিল্লিতে তার মূর্তি বসানো হয়েছে।সেই উদ্যগকে সাধুবাদ জানান সাংসদ।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MARShttps://www.cellerini.it/girişcasibom girişcasibomcasibom girişbahsegelmarsbahis