শিলিগুড়িতে আয়োজিত হল SFI এর ২৯ তম জেলা সম্মেলন

শিলিগুড়ি, ১৩ সেপ্টেম্বরঃ শিলিগুড়িতে এসএফআই এর ২৯ তম জেলা সম্মেলন আয়োজিত হল।  


জানা গিয়েছে, সোমবার শিলিগুড়ির খালপাড়ায় একটি বেসরকারী ভবনে সম্মেলনের আয়োজন করা হয়।এই সম্মেলনের মধ্য দিয়ে সকলকে ভ্যাকসিনের আওতায় এনে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবী জোড়ালো করেন উপস্থিত রাজ্য নেতৃত্বরা।

সংগঠনের জেলা সম্পাদক সৃজন ভট্টাচার্য জানান, রাজ্য সরকারের উদাসীনতার জন্যই আজও স্কুল, কলেজ বন্ধ।ছাত্রছাত্রীদের পড়াশুনা তলানিতে।অনলাইনের মাধ্যমে পড়াশোনার জেরে শিক্ষা থেকে বঞ্চিত গরীব ছাত্রছাত্রীরা।তাই দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান গুলিকে খুলে পড়াশুনাকে স্বাভাবিক করার দাবী জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSCASİBOM GİRİŞ