বাগডোগরা, ১ ডিসেম্বরঃ শীতের মরশুম আসতেই হাতির গতিবিধি নিয়ন্ত্রণ রাখতে ব্যস্ততা বাড়ে বনকর্মীদের।এই সুযোগকে কাজে লাগিয়ে জঙ্গল থেকে গাছ কেটে কাঠ পাচার।গোপন সূত্রের খবরের ভিত্তিতে মাটিগাড়ায় হানা দিয়ে ৩ লক্ষ টাকার কাঠ সহ গ্রেফতার ৪ পাচারকারী।
ধৃতদের নাম সঞ্জীত রাই, সবুজ বর্মন, সুরত বর্মন এবং প্রকাশ বর্মন।ধৃতদের হেফাজত থেকে ৩ লক্ষ টাকার কাঠ সহ একটি চারচাকার গাড়ি ও মোটরসাইকেল বাজেয়াপ্ত করেছে বাগডোগরা বনদফতর।
এই বিষয়ে রেঞ্জার সোনম ভুটিয়া জানান, বনকর্মীদের ব্যস্ততার সুযোগ নিয়ে জঙ্গল থেকে কাঠ চুরি করে বিভিন্ন আসবাবপত্রের দোকানে কম দামে মূল্যবান কাঠ পাচার করতো পাচারকারীরা।শিবমন্দির বাগডোগরা ও শিলিগুড়ির একাধিক দোকানে কম দামে এই কাঠ বিক্রি করতো তারা।
ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।এই পাচার চক্রে আরও কারা জড়িত তার তদন্তে নেমেছে বাগডোগরা বনদফতর।