টার্গেট ৩০ মাস! শিলিগুড়ির এনজেপি স্টেশন পাবে নতুন রূপ

শিলিগুড়ি, ৩০ ডিসেম্বরঃ ৩০ মাসের টার্গেট।সেই সময়ের মধ্যে শিলিগুড়িতে এনজেপি স্টেশনের পুনঃনির্মাণের কাজ শেষ করা হবে।শুক্রবার ভার্চুয়ালি এনজেপি স্টেশনের ভিতপুজোয় উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


এনজেপি স্টেশনে ভিতপুজোয় উপস্থিত ছিলেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্ত, বিধায়ক আনন্দময় বর্মণ, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার অনসূল গুপ্তা ও ডিআরএম এসকে চৌধুরী সহ রেলের অন্যান্য কর্তারা। এদিন ভার্চুয়ালি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে উপস্থিত ছিলেন সকলে।

সাংসদ রাজু বিস্ত বলেন, এনজেপি স্টেশনকে নতুন রূপে সাজানো হবে। ৩০ মাসের মধ্যে এই কাজ শেষ হবে। আর্ন্তজাতিক মানের স্টেশন রুপে সাজানো হবে।


উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার অনসূল গুপ্তা বলেন, স্টেশনে নানা সুবিধা থাকবে।পার্কিংয়ের পাশাপাশি যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য যাবতীয় ব্যবস্থা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *