বাগডোগরা, ১৫ এপ্রিলঃ বাংলাদেশে পাচারের আগে দুটি ট্রাক থেকে ৩১টি মহিষ সহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো পুলিশ।
শনিবার ভোরে বাগডোগরা থানার পুলিশ ভুট্টাবাড়ি সংলগ্ন এলাকায় নাকা তল্লাশি চালানোর সময় দুটি ট্রাক আটক করে।ট্রাকে তল্লাশি চালিয়ে ৩১টি মহিষ উদ্ধার করে পুলিশ।কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় মহিষ সহ ট্রাক বাজেয়াপ্ত করা হয়।ঘটনায় গ্রেফতার করা হয় ট্রাকের দুই চালককে।ধৃতদের নাম মহম্মদ শামসুল ও মহম্মদ নাসির।দুজন কাটিহারের বাসিন্দা।
ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়।পুলিশ সূত্রে খবর, মহিষ গুলিকে বিহার থেকে অসম হয়ে বাংলাদেশের পাচারের ছক ছিল।গোটা ঘটনার তদন্তে পুলিশ।