শিলিগুড়ি, ২২ মেঃ কেন্দ্রের বিরোধিতায় কলকাতার পর এবারে শিলিগুড়িতে ৩২ ঘণ্টা ধর্না কর্মসূচিতে সামিল হল তৃণমূল মহিলা কংগ্রেস।এদিন এই কর্মসূচীতে যোগ দেন তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং সাংসদ মালা রায়।
এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যরা।ধর্না মঞ্চ থেকে ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ বিভিন্ন খাতে প্রাপ্য টাকার দাবী জানান তারা।
এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, কেন্দ্রের কাছে রাজ্য আর্থিক ভাবে বঞ্চনার শিকার হয়েছে।অবিলম্বে প্রাপ্য টাকা কেন্দ্রকে দিতে হবে।