শিলিগুড়ি, ২২ জানুয়ারিঃ শিলিগুড়ি পুরনিগমের ৪১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী জুলি তামাং এর সমর্থনে ভোট প্রচার করলেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্ত।
শনিবার সকালে ওয়ার্ডের নাগরিকদের সঙ্গে এলাকার সমস্যা নিয়ে কথা বলেন সাংসদ।পাশাপাশি ওয়ার্ডের প্রার্থীর হয়ে সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট প্রচার করেন।এলাকার মূল সমস্যা পানীয় জল এবং ডাম্পিং গ্রাউন্ড এর সমস্যার কথা সাংসদের সামনে তুলে ধরেন বাসিন্দারা। পাঁচ বছরের জন্য মানুষ আমাদেরকে সুযোগ করে দিলে আমরা সমস্যার সমাধান করে দেব এমনটাই আশ্বাস দেন রাজু বিস্ত।
এদিন সাংসদ রাজু বিস্ত বলেন, ভগবান আমাদের কথা শুনেছে।এরফলে ভোট প্রচারে অনেকটা সময় পাওয়া গেছে।বেশি থেকে বেশি মানুষের বাড়িতে গিয়ে ভোট প্রচারের সৌভাগ্য পেয়েছি। যদি পুরভোট ২২ তারিখে হতো তাহলে বিষয়টি জটিল হত।কিন্তু ১২ ফেব্রুয়ারীতে ভোট পিছিয়ে দেওয়ায় নিঃসন্দেহে পুরনিগম দখল করছে বিজেপি।