শিলিগুড়ি, ৩ জুনঃ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ৪৩তম ‘উৎসর্গ’ রক্তদান শিবিরের আয়োজন করা হল।
শনিবার মাটিগাড়ার সিটি সেন্টার আউট পোস্টে শিবিরের আয়োজন করা হয়।বাগডোগরা ট্রাফিক গার্ডের উদ্যোগে এই রক্তদান শিবিরে পুলিশকর্মী থেকে সাধারণ মানুষ রক্তদানে আগিয়ে আসেন।এদিন প্রায় ৬০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়।
শিবিরে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদী, ডিসিপি ট্রাফিক অভিষেক গুপ্তা, এসিপি ট্রাফিক ওয়েস্ট আশীষ সুব্বা,এডিসিপি পূর্নিমা শেরপা, বাগডোগরা ট্রাফিক গার্ডের ওসি এসএস নেগী সহ একাধিক পুলিশ কর্মীরা।