শিলিগুড়ি, ৮ আগস্টঃ আজাদিকা অমৃত মহোৎসব উপলক্ষে গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং শিলিগুড়িতেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।আজ বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলার আট নম্বর মন্ডল কমিটির তরফে শিলিগুড়ির ৪৩ নম্বর ওয়ার্ডে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির আয়োজন করা হয়।
এই বিষয়ে বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলা মুখপাত্র ডঃ শচীন প্রসাদ জানান, দেশের প্রধানমন্ত্রীর আহ্বানে আজাদিকা অমৃত মহোৎসব কর্মসূচি পালন করা হচ্ছে।এই কর্মসূচির আওতায় ভানুনগর এলাকার প্রায় ৪০-৫০ জন দোকানদার এবং পথচলতি মানুষকে পতাকা তুলে দেওয়া হয়।
এদিনের কর্মসূচিতে ডঃ শচীন প্রসাদ ছাড়াও আট নম্বর মন্ডলের সভাপতি হীরা রায়, সাধারণ সম্পাদক রূপেশ সিং, সম্পাদক সুনীল সাহানী, আট নম্বর মন্ডলের মহিলা মোর্চার সভাপতি ববিতা গুপ্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।