শিলিগুড়ি, ২৬ মার্চঃ শিলিগুড়ি পুরনিগমের ৪৩ নম্বর ওয়ার্ডের গান্ধীনগর সংলগ্ন এলাকায় গভীর রাতে দুটি দোকানে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।ভস্মীভূত দুটি দোকান।
জানা গিয়েছে, এদিন গভীর রাতে দুটি দোকানে আগুন লাগে।আগুন দেখেই স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন।পরে খবর দেওয়া হয় দমকলকে। খবর পেয়ে ডাবগ্রাম এবং শিলিগুড়ি দমকল থেকে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনায় দুটি দোকানে প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।